সুধী,
আসসালামু আলাইকুম।
প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই প্রতিভা আছে। অনেক ক্ষেত্রেই তা সুপ্ত থাকে। সঠিক, পরিকল্পিত, সময়োপযোগী, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তা বিকশিত করে শিক্ষার্থীকে সৎ, নৈতিক, পরিশ্রমী মনে প্রাণে ভালো মানুষ তথা মানবসম্পদে পরিণত করা যায়। এতে সে নিজের জীবনে, পারিবারিক জীবনে ও সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। এই মহৎ উদ্দেশ্য সামনে রেখে “ভালো মানুষ হওয়ার জন্য এসো, ভালো লেখাপড়ার জন্য এসো” এ শ্লোগান নিয়ে 1992 সালে এ অঞ্চলে শিক্ষার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয় ডেমো মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ। যা এখন এ অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। শিক্ষা বোর্ডের ফলাফল, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে এ বিদ্যালয়টি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হয়েছে এবং লেখাপড়ার ক্ষেত্রে অভিভাবকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। দূর থেকে এসে অনেক ছাত্র-ছাত্রী পড়াশুনার সুযোগ গ্রহণ করছে। আশা করি বিদ্যালয়টি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নত দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্রষ্টা আমাদের সহায় হোন।
মোঃ আরিফুল ইসলাম
প্রধান শিক্ষক
ডেমো মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ